কেদারনাথ (Kedarnath) যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা। ভেঙে পড়ল যাত্রীবাহী হেলিকপ্টার (Copter Crash)। বেশ কয়েকজন পুণ্যার্থীর মৃত্য়ুর আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল। পাহাড়ের ঢালে উদ্ধার কাজ শুরু হয়েছে বলে খবর। সূত্রের খবর, পাইলট-সহ ৭ জনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে শোকপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।
গোরু চটি থেকে ওড়ার কিছুক্ষণের মধ্যে ‘আরিয়ান’ (Aryan) কপ্টারটিতে আগুন ধরে যায়। এরপর রুদ্রপ্রয়াগের কাছে তা ভেঙে পড়ে। উত্তরাখণ্ড সরকারের তরফে সঙ্গে সঙ্গেই পাঠানো হয় উদ্ধারকারী দল। তাঁরা পাহাড়ে খাঁজ থেকে মোট ৭টি দেহ উদ্ধার করেছেন। তার মধ্য়ে ২ জন পাইলট (Pilot)। খারাপ আবহাওয়ার জন্যই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অনুমান।
কেন ওড়ানোর আগে কপ্টার পরীক্ষা করা হল না? কেনই বা যাত্রীবাহী কপ্টারগুলি রক্ষণাবেক্ষণ করা হয় না? কপ্টারের মর্মান্তিক দুর্ঘটনায় একাধিক প্রশ্ন উঠছে।