কলকাতা : পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় ভুতুড়ে ভোটারের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বলে ফের অভিযোগ জানাল প্রদেশ কংগ্রেস। তাদের দাবি, শাসক দলের মদতে রাজ্যের বিভিন্ন জেলায় ভুতুড়ে ভোটারদের অন্তর্ভুক্ত করা হচ্ছে, যা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথে বড় বাধা। শুক্রবার প্রদেশ কংগ্রেসের ৩ সদস্যের এক প্রতিনিধি দল রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক দিব্যেন্দু দাসের সঙ্গে সাক্ষাৎ করেন এবং একটি স্মারকলিপি জমা দেন।
প্রতিনিধি দলের সদস্যরা কমিশনের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান, যাতে আসন্ন নির্বাচনে ভুতুড়ে ভোটারদের মাধ্যমে কোনও অনিয়ম না ঘটে। প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক ও মুখপাত্র আশুতোষ চ্যাটার্জি অভিযোগ করেন, “ভুতুড়ে ভোটারদের নিয়ে আমরা বহু আগে থেকেই কমিশনের কাছে অভিযোগ জানিয়েছি, কিন্তু কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
শাসক দলও এখন এই ইস্যু তুলছে, কিন্তু দীর্ঘদিন ধরে তারা নিজেরাই এই ভোটারদের মদত দিয়ে আসছে।” প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন প্রশান্ত দত্ত, বিপ্রদাস চক্রবর্তী প্রমুখ। কংগ্রেসের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, যদি নির্বাচন কমিশন দ্রুত ব্যবস্থা না নেয়, তবে তারা বৃহত্তর আন্দোলনে নামবে।