দিল্লির দূষণের কথা মাথায় রেখে এবার মুম্বইকেও বাজি পোড়ানোর উপর বিশেষ নির্দেশ দিল বম্বে হাইকোর্ট। মুম্বইতে উৎসবের মরশুমে বাজি পোড়ানোর সময়সীমা আরও কমিয়ে দিল আদালত। আদালত জানিয়েছে, শুধু দু’ঘণ্টা মুম্বইতে বাজি পোড়াতে পারবেন মানুষ। তার বেশি নয়।
দিল্লিতে গত কয়েক দিন ধরে মাত্রাতিরিক্ত দূষণ দেখা গিয়েছে। রাজধানীর বাতাসের গুণগত মান ‘অত্যন্ত খারাপ’ পর্যায়ে পৌঁছেছে। ধোঁয়ায় ঢেকেছে চারপাশ। উৎসবের মরশুমে বাজি পোড়ানো হলে আরও বেশি দূষণের সম্ভাবনা রয়েছে। আদালতের পর্যবেক্ষণ, মুম্বইতেও কয়েকটি জায়গায় দূষণের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। বাতাসের মান ক্রমে খারাপ হচ্ছে। তাই বাজি পোড়ানোর সময় আরও কমিয়ে দেওয়া হচ্ছে।
বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি ডিকে উপাধ্যায় এবং বিচারপতি জিএস কুলকার্নির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, তিন ঘণ্টা নয়, দু’ঘণ্টা বাজি পোড়ানো যাবে। সময়সীমা রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত। এর আগে আদালত জানিয়েছিল, উৎসব চলাকালীন সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত তিন ঘণ্টা মুম্বইতে বাজি পোড়ানো যাবে। ৬ নভেম্বরের সেই নির্দেশে পরিবর্তন করা হয়েছে শুক্রবার। এ প্রসঙ্গে হাইকোর্টের প্রধান বিচারপতি বলেন, ‘আমাদের যেন দিল্লির মতো দশা না হয়। আমরা মুম্বইকে মুম্বইয়ের মতো রাখব।’