জটিলতা দুই ডেপুটি মেয়র নিয়ে, গঠন হয়নি পুর বোর্ড, চৈতালি তিওয়ারি দ্বারস্থ হলেন রাজ্যপালের

আসানসোল : দু’মাস পেরিয়ে গেলেও গঠন হয়নি পুরবোর্ড। প্রিন্সিপাল সেক্রেটারিকে দেওয়া আবেদন পত্রের উত্তর না পেয়ে এবার চৈতালি তেওয়ারি আবেদন পত্র পাঠালেন রাজ্যপাল-কে। গত ২৬ ফেব্রুয়ারি আসানসোলের রবীন্দ্রভবনে শপথ গ্রহণ করেছিলেন আসানসোল পুরনিগমের বর্তমান মেয়র বিধান উপাধ্যায়। তাঁর সঙ্গেই শপথ গ্রহণ করেন পুরভোটে জিতে আসা ১০৬ জন কাউন্সিলরের মধ্যে ১০৪ জন। তারপর দু’মাস কেটে গেল। এখনও মেয়র পারিষদদের বেছে নিয়ে তাঁদের মধ্যে বিভিন্ন দফতর ভাগ করে দেওয়া হয়নি।

পুরবোর্ড গঠন না হওয়ায় এবার মিউনিশিপ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারিকে চিঠি দিলেন বিরোধীরা। বিরোধী কাউন্সিলরদের হয়ে বিজেপির চৈতালি তেওয়ারি চিঠি পাঠান। চৈতালি তেওয়ারি বলেন, মানুষ পুর পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তিনি বলেন, নিয়ম অনুযায়ী মেয়রের শপথ গ্রহণের ৩০ দিনের মধ্যে পুরবোর্ড গঠন করা উচিত। কিন্তু ৬০ দিন পেরিয়ে গেলেও বোর্ড গঠন হল না। আগেও এই বিষয়ে মেয়র-কে দৃষ্টি আকর্ষণ করতে চিঠি দিয়েছিলাম। তিনি উপেক্ষা করেছেন। তাই প্রিন্সিপাল সেক্রেটারিকে চিঠি পাঠানো হয়। সেই চিঠিরও কোন উত্তর না মেলায় এবং আসানসোল নগর নিগমে মেয়র পারিষদদের নিয়ে সম্পূর্ণ পুরবোর্ড গঠনের কোন প্রক্রিয়া দেখতে না পেরে, অবশেষে বাধ্য হয়ে রাজ্যপাল-কে চিঠি পাঠানো হল বলে জানালেন চৈতালি তেওয়ারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − eight =