বৃত্ত সম্পূর্ণ। হায়দরাবাদের বিরুদ্ধে আইএসএলের প্রথম জয় পেয়েছিলেন কার্লেস কুয়াদ্রাত। ছয় ম্যাচ পরে নিজামের শহরের দলের বিরুদ্ধেই আবার জয়ে ফিরল লাল হলুদ। শনিবার হায়দরাবাদকে ১-০ গোলে হারাল ইস্টবেঙ্গল। ম্যাচের একমাত্র গোল ক্লেইটন সিলভার। কার্ড সমস্যা কাটিয়ে ফিরেই দলকে জেতালেন ব্রাজিলীয় স্ট্রাইকার। ১৪ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে তিন ধাপ ওপরে লিগ টেবিলের অষ্টম স্থানে উঠে এল ইস্টবেঙ্গল। তবে হায়দরাবাদের তরুণ তুর্কিদের বিরুদ্ধে কষ্টার্জিত জয়। লাস্টবয়দের বিরুদ্ধে কোনওরকমে জিতল ইস্টবেঙ্গল। দলের খেলায় খুশি হতে পারবেন না কুয়াদ্রাত। ইস্টবেঙ্গলের নাভিশ্বাস তুলে দেয় ছোটে, রাবি, হামাররা। যেকোনও দলই জিততে পারত। কিন্তু নৈপুণ্যের অভাব থংবয় সিংটোর ছেলেদের। পাঁচ ম্যাচে গোলমুখ খুলতে ব্যর্থ হায়দরাবাদ। অবশ্য গোলের সুযোগ পেয়েছিল ইস্টবেঙ্গলও। কিন্তু রক্ষণে অনবদ্য অ্যালেক্স সাজি। মূলত তাঁর জন্যই এদিন গোল ব্যবধান বাড়েনি। তবে ম্যাচের ইনজুরি টাইমে সুহেরকে ফাউল করে জোড়া হলুদ কার্ড (লাল) দেখে মাঠ ছাড়েন সাজি। নয়তো ম্যাচের সেরা হতে পারতেন। অন্তিমলগ্নে লালকার্ড (জোড়া হলুদ) দেখে মাঠ ছাড়েন জোয়াও ভিক্টরও। শেষ এক মিনিট নক্ষ্মজনে খেলে হায়দরাবাদ।