বীরভূম : রবিবার নানুরে অনুব্রত মণ্ডলের অনুগামী তিনজনকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলেরই অন্য গোষ্ঠীর বিরুদ্ধে। জানা গেছে, নানুরের ডাবলু শেখ এদিন কৃষিকাজ করতে মাঠে যাচ্ছিলেন। সেই সময় তাঁর পথ আটকে মারধর করা হয় বলে অভিযোগ।
একইভাবে এদিন জাফু শেখ বাজারে আসছিলেন, তাঁরও পথ আটকে মারধর করা হয় বলে অভিযোগ। দু’জনেই অনুব্রত অনুগামী বলে পরিচিত এলাকায়। একই সঙ্গে বাসাপাড়ার কাছে তৃণমূলের আর এক কর্মীকেও এদিন মারধর করা হয়েছে বলে জানা গিয়েছে।
যদিও এখনও কোনও অভিযোগ দায়ের হয়নি বলে জানা যাচ্ছে। অভিযোগ অস্বীকার করেছে অন্য গোষ্ঠী।