কালনা : ফের প্রশ্নের মুখে সিভিক ভলান্টিয়ার, এবার এক যুবককে মারধরের অভিযোগ উঠল সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কালনার কাটোয়া রেল শাখার সমুদ্রগড় স্টেশনে।
ওই যুবকের পরিবারের অভিযোগ, ধারালো কিছু দিয়ে মারধরের ফলে তার হাতের একটি আঙুল কেটে পড়ে যায়। চিকিৎসার জন্য যুবককে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের শাস্তির দাবিতে স্টেশন চত্বরে উত্তেজনা তৈরি হয়।
শনিবার সকাল ৯টা নাগাদ সমুদ্রগড় স্টেশনে বসে মোবাইল দেখছিল ওই যুবক। তার বাড়ি স্টেশন লাগোয়া গ্রামেই। অভিযোগ, তখনই ওই যুবককে একটি ঘরে টেনে নিয়ে গিয়ে মারধর করে সিভিক ভলান্টিয়ারটি। মারধরের সময়ে ওই যুবকের হাতের একটি আঙুল কেটে পড়ে যায়।
জিআরপির দাবি, ওই যুবককে টানতে টানতে ঘরে নিয়ে যাওয়ার সময়ে লোহার গেটে ধাক্কা লাগে। তখনই ওই যুবকের হাতের আঙুল কেটে যায়। কিন্তু কেন ওই সিভিক এমন কাণ্ড ঘটাল? তদন্ত শুরু করেছে পুলিশ।

