চিনার পার্কে হাসপাতালে ছিঁড়ে পড়ল লিফট, বরাতজোড়ে রক্ষা, আহত ১

কলকাতা: রবিবার সাত সকালেই বিপত্তি! চিনারপার্কের বেসরকারি হাসপাতালে ছিঁড়ে পড়ল লিফটি। সেই সময় লিফটে কয়েকজন থাকলেও একজনই বেশি আবত হন। বাকিদের অল্প লেগেছ বলে জানা গিয়েছে। তবে বরাতজোরে কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন রোগীদের পরিবারের লোকেরা।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে হঠাৎই চিনারপার্কের বেসরকারি হাসপাতালে একটি লিফটের তার ছিঁড়ে যায়। হুড়মুড়িয়ে নীচে পড়ে লিফটটি। সে সময়ে লিফটিতে বেশ কয়েকজন ছিলেন। তাঁরা ওপরের তলায় উঠছিলেন। এরকম একটা ঘটনায় আহত হয়েছেন একজন। তিনি হাসপাতালেই চিকিৎসাধীন।

তবে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। যিনি আহত হয়েছেন, তাঁর অবস্থাও স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে কেন কীভাবে এই ধরনের ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। লিফটের মেকানিকরা ইতিমধ্যেই মেরামতির কাজ শুরু করেছেন। যান্ত্রিক কারণেই এই ঘটনা বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, গত মাসেই আমদাবাদের লিফট দুর্ঘটনায় মৃত্যু হয় ৮ জন শ্রমিকের। গুজরাত বিশ্ববিদ্যালয়ের সামনে একটি ভবন নির্মাণের সময়ে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে গুজরাত পুলিশ। লিফটটি নির্মীয়মাণ বহুতলের ৭ নম্বর তলায় গিয়েই আটকে পড়ে। আচমকাই তার ছিঁড়ে আছড়ে পড়ে লিফটি। লিফটে ৯ জন শ্রমিক ছিলেন। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল ৮ জনের।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + five =