‘বাংলা ভাষার সম্মান রক্ষায়’ ৬ আগস্টে মুখ্যমন্ত্রী পদযাত্রা করবেন ঝাড়গ্রামে

ঝাড়গ্রাম : ‘বাংলা ভাষার সম্মান রক্ষায়’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৬ অগস্ট ঝাড়গ্রামে পদযাত্রা করবেন। অরণ্য শহরের ঘোড়াধরা স্টেডিয়ামে পরদিন, ৭ অগস্ট থেকে শুরু হচ্ছে বিশ্ব জনজাতি দিবসের অনুষ্ঠান। জনজাতি সংস্কৃতির মর্যাদা রক্ষায় এবারে রাজ্যের নজর ঝাড়গ্রামের দিকে।

মুখ্যমন্ত্রীর সফর ঘিরে ইতিমধ্যেই জেলার নিরাপত্তা ব্যবস্থায় সর্বোচ্চ সতর্কতা জারি হয়েছে। পুলিশ ও প্রশাসনের তরফে সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। কারণ, ঝাড়গ্রামের পাশেই ঝাড়খণ্ডের পূর্ব ও পশ্চিম সিংভূম জেলায় ফের সক্রিয় হয়েছে মাওবাদীরা।

জেলাশাসক সুনীল আগরওয়াল জানিয়েছেন, ‘‘মুখ্যমন্ত্রী ৬ অগস্ট ঝাড়গ্রামে আসছেন। ৭ অগস্ট ঘোড়াধরা স্টেডিয়ামে বিশ্ব জনজাতি দিবসের সূচনা করবেন। সেই সঙ্গে তিনি প্রশাসনিক বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 3 =