জলপাইগুড়ির সভা থেকে কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রীর

জলপাইগুড়ি : সরকারি পরিষেবা বিলি, প্রকল্প উদ্বোধন ও শিলান্যাসের পাশাপাশি জলপাইগুড়ির এবিপিসি ময়দানের সভা বুধবার ফের রাজনৈতিক বার্তায় তেতে উঠল। একদিকে ৪০০ কোটির উন্নয়ন প্রকল্প, অন্যদিকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ-সব মিলিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জলপাইগুড়ি সফর হয়ে উঠল রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেও তাৎপর্যপূর্ণ।

সরকারি সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী পরিযায়ী শ্রমিকদের প্রসঙ্গ তুলে কেন্দ্রকে একহাত নেন। তাঁর স্পষ্ট হুঁশিয়ারি-“বাংলা বাংলা চালাবে, দিল্লি নয়। তোমরা আমাদের কন্ট্রোল করতে পারবে না।”

পরিসংখ্যান তুলে ধরে মুখ্যমন্ত্রী জানান, ২৪ হাজার পরিযায়ী পরিবারকে রাজ্যে ফিরিয়ে এনে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে। তাঁর অভিযোগ, “যে দেড় কোটি বাইরের রাজ্যের মানুষ বাংলায় থাকেন, তাঁদের সরকারি পরিষেবা দিই আমরা। অথচ ডবল ইঞ্জিন সরকার আমাদের পরিযায়ী ভাইবোনদের মেরে তাড়ায়।”

এরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম না করে মুখ্যমন্ত্রীর কটাক্ষ, “দেশের নেতা কেমন হয়, গান্ধীজি যেমন হয়। আর ওরা বড়দিনের ছুটি বন্ধ করে দিয়েছিল। বাংলার ভাগের টাকাও আটকে রাখে, আর বলে বাংলা কিছু কাজ করে না!” তীব্র ভাষায় তিনি আরও বলেন, “টাকা দাও না, আবার প্রশ্ন তোলো কী করে!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 10 =