গঙ্গাসাগর : বাংলাদেশ থেকে দেশে ফেরা ৯৫ জন মৎস্যজীবীর সঙ্গে সোমবার সাগরদ্বীপে দেখা করে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁদের সঙ্গে কথাও বলেন মুখ্যমন্ত্রী। বন্দিদশা কাটিয়ে ঘরে ফেরার সময় তাঁদের নতুন জামাকাপড় দেয় রাজ্য।
শুধু তাই নয়, বাংলাদেশ থেকে ফেরা ৯৫ জন মৎস্যজীবীকে সোমবার ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেন মুখ্যমন্ত্রী। নিজেই প্রত্যেকের হাতে সেই সহায়তা তুলে দেন। এ ছাড়াও এক মৎস্যজীবী ধরা পড়ার ভয়ে সমুদ্রে ঝাঁপ দিয়েছিলেন। তাঁর মৃত্যু হয়। সোমবার ওই মৃত মৎস্যজীবীর পরিবারের হাতে ২ লক্ষ টাকার আর্থিক সাহায্য তুলে দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, পরিস্থিতির শিকার হয়েছেন আমাদের মৎস্যজীবীরা।
উল্লেখ্য, দু’মাস আগে ৯৫ জন মৎস্যজীবী ট্রলার নিয়ে মাছ ধরতে গিয়েছিলেন। জলসীমা অতিক্রম করার অভিযোগে বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌসেনা তাঁদের গ্রেফতার করে। সেই থেকে বাংলাদেশের জেলে বন্দি ছিলেন ওই মৎস্যজীবীরা। মৎস্যজীবীদের ঘরে ফেরাতে উদ্যোগী হন খোদ মমতা।