আসন্ন লোকসভা নির্বাচনের ঠিক আগে যখন বঙ্গে এসে নতুন তিনটি মেট্রো প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঠিক সেই সময়ই ভোটমুখী বাংলায় আশাকর্মী, আইসিডিএস ও অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধবার সকাল ১০ টা বেজে কয়েক মিনিট হয়েছে। দেশের মধ্যে প্রথম কলকাতায় গঙ্গার নীচে মেট্রো উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে ঘড়ির কাটায় ঠিক ১০ টায় ফেসবুকে পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী, ৪৯ সেকেন্ডের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, আশা কর্মীদের বেতন ৭৫০ টাকা বাড়ানো হচ্ছে। অঙ্গনওয়াড়ি কর্মীরা এতদিন ৮,২৫০ টাকা করে পেতেন। তাঁদের বেতনও ৭৫০ টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পাশাপাশি দীর্ঘদিন বেতন বাড়েনি আইসিডিএস কর্মীদেরও। আইসিডিএস কর্মীরা এতদিন ৬ হাজার টাকা করে পেতেন। তাঁদের ৫০০ টাকা করে বেতন বাড়ানোর ঘোষণা করলেন মমতা। এপ্রিল মাস থেকেই এই বর্ধিত বেতন কার্যকর হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, সরকার এভাবেই সবার সুযোগ-সুবিধার কথা খেয়াল রেখে কাজ করে যাবে।