পরিযায়ী শ্রমিকদের জন্য শ্রমশ্রী প্রকল্প চালু মুখ্যমন্ত্রীর, ৫০০০ টাকা করে…

হাওড়া : এ রাজ‍্যের যে পরিযায়ী শ্রমিকেরা ভিন্‌ রাজ্যে কাজ করছেন, তাঁদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্প চালু করল রাজ্য সরকার। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, রাজ‍্যের প্রায় ২২ লক্ষ পরিযায়ী শ্রমিকের জন্য এই ব্যবস্থা। যাঁরা ফিরে আসতে চাইবেন, তাঁদের ফেরার খরচ বাবদ এককালীন ৫০০০ টাকা করে দেওয়া হবে। এ রাজ্যে কাজের ব্যবস্থা না হওয়া পর্যন্ত অন্তত প্রথম ১ বছর প্রত্যেক মাসে দেওয়া হবে আরও ৫০০০ টাকা করে। একইসঙ্গে খাদ‍্যসাথী বা স্বাস্থ‍্যসাথী-সহ সব সরকারি সুবিধা পাবেন ওই কর্মপ্রার্থীরা।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পশ্চিমবঙ্গে ফিরে আসার পর প্রথম ১ বছর প্রতি মাসে ৫ হাজার টাকা করে পুনর্বাসন ভাতা পাবেন শ্রমিকরা। তাঁরা স্বাস্থ্যসাথী কার্ড পাবেন। কারও পাকা বাড়ি না থাকলে আবাস যোজনায় অনুদান পাবেন। ছেলে-মেয়েদের পড়াশোনার জন্য সরকারি সহায়তা দেওয়া হবে।

তা ছাড়া অন্যান্য সামাজিক নিরাপত্তা প্রকল্পেও অন্তর্ভুক্ত করা হবে তাঁদের। প্রাথমিকভাবে বাংলার ২২ লক্ষ ৪০ হাজার শ্রমিক যাঁরা ইতিমধ্যেই সরকারি পোর্টালে নাম নথিভুক্ত করেছেন, তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই প্রকল্পের রূপায়ণ ও কার্যকারিতা সরাসরি নজরদারি করবেন রাজ্যের মুখ্যসচিব। ‘শ্রমশ্রী’ প্রকল্পকে পরিযায়ী শ্রমিকদের জন্য ‘ঘরে ফেরার সেতু’ বলেই ব্যাখ্যা করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “এই শ্রমিকরাই আমাদের গর্ব, তাঁদের সম্মান রক্ষায় রাজ্য সরকার সবরকম ব্যবস্থা নেবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 9 =