এসআইআর নিয়ে জনমানসের একাংশের আতঙ্কে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মালদা : “মানুষের ওপর জুলুম চাপিয়ে ভোট দখলের চেষ্টা করলে জরুরি অবস্থার মতো পরিস্থিতি তৈরি হবে।” গাজোলে বুধবারের জনসভা থেকে এই মন্তব্য করলেন তৃণমূলনেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এস আই আর নিয়ে ক্ষোভ উগরে দিলেন তিনি।

বর্তমান রাজনৈতিক আবহে এসআইআর নিয়ে মানুষের আতঙ্ক প্রসঙ্গে মমতা বলেন,

“এসআইআর-এর নামে ভোট বন্দি, গণবন্দি, লজ্জা করে না? বাংলায় কথা বললেই সবাই বাংলাদেশি? বাংলায় ৩৯ জন এস আই আর-এর জন্য মারা গিয়েছেন।” তিনি অভিযোগ করেন, সার্ভার ডাউন করে রাজ্যকে পরিকল্পিতভাবে বিড়ম্বনায় ফেলার চেষ্টা চলছে।

নিজেকে মানুষের পাহাড়াদার বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি এই বিষয়ে বিজেপিকে একহাত নিয়ে তিনি আরও বলেন, “বিজেপি এসআইআর করে নিজের কবর নিজেরাই খুঁড়েছে।”

এসআইআর অজুহাত মাত্র। আসলে এটার অছিলায় ভোটের আগেই বিজেপি বাংলা দখলের চেষ্টা করেছিল বলে অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী সরাসরি অমিত শাহকে কটাক্ষ করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নামোল্লেখ করে মমতা বলেন, “ফেব্রুয়ারিতে ইলেকশন ডিক্লেয়ার হবে, তাই চালাকি করে তিন মাস আগে এসআইআর ডিক্লেয়ার করেছে। এটা অমিত শাহ করেছে। যাতে এসআইআর না মানলে বাংলার গর্ভমেন্ট ফেলে দাও!”

খানিক থেমে শাহকে নিশানা করে মমতার ঘোষণা, “খুব লোভ না বাংলা দখল করার? মনে রেখো, চালাকির দ্বারা কোনও মহৎ কাজ হয় না।” ‘হ্যাংলার দল’ বলেও তিনি চিহ্ণিত করেন বিজেপি-কে।

তৃণমূল যে এসআইআর এর বিরোধী নয়, তা স্পষ্ট করে মুখ্যমন্ত্রী বলেন, “আমরা তো এসআইআর বা সেনশাসের বিরোধী নই। কিন্তু যেভাবে তাড়াহুড়ো করে করা হচ্ছে, আমরা তার বিরোধিতা করছি”। তিনি প্রশ্ন তুলেছেন, “কিসের এত তাড়াহুড়ো? যে মানুষটা নাগরিক তাঁকে আবার কেন প্রমাণ দিতে হবে যে সে নাগরিক?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + 9 =