নদিয়া : এসআইআর প্রক্রিয়া খতিয়ে দেখতে নদিয়া জেলায় এলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। তিনি জেলার নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন জানা যায় কমিশন সূত্রে।
মঙ্গলবার রাতে মুখ্য নির্বাচনী আধিকারিকের নেতৃত্বে একাধিক নির্বাচন আধিকারিক নদিয়ায় আসেন। রাতে সার্কিট হাউসে থাকার পরে বুধবার বেলা এগারোটা নাগাদ তাঁরা জেলাশাসকের দফতরে বৈঠকে যোগ দেন।
নদিয়ায় এসআইআর পরিস্থিতি খতিয়ে দেখতে কৃষ্ণনগরে আসেন রাজ্যের রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল, অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক-সহ অন্যান্য নির্বাচনী আধিকারিকরা। মঙ্গলবার রাতেই তারা কৃষ্ণনগর এসে পৌঁছন। এদিন সকাল ১১টা নাগাদ কৃষ্ণনগর জেলা প্রশাসনিক ভবনে এসে উপস্থিত হন তাঁরা। নদিয়ার জেলাশাসক-সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক চলছে।

