কলকাতা : সরকারি আধিকারিককে হুমকি দিয়ে কারামন্ত্রীর পদ হারিয়েছেন অখিল গিরি। এর পর থেকেই পদটি ফাঁকা পড়েছিল। বুধবার এই দায়িত্ব দেওয়া হলো চন্দ্রনাথ সিনহাকে। এতোদিন তিনি রাজ্যের ক্ষুদ্র,মাঝারি ও কুটির শিল্পদফতরের দায়িত্ব সামলাচ্ছিলেন।
এবার অতিরিক্ত দায়িত্ব হিসেবে কারা দফতরের দায়িত্ব সামলাবেন বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর রাজ্যের বিভিন্ন জায়গায় উচ্ছেদ অভিযান শুরু হয়েছিল।
সেই মত এই পরিস্থিতিতে পূর্ব মেদিনীপুরের তাজপুরে সমুদ্র সৈকতের ধারে বন দফতরের জমিতে বেআইনিভাবে দোকান তৈরির অভিযোগ উঠেছিল। অভিযোগ, ৩ আগস্ট সেখানে হাজির হয়ে এক মহিলা আধিকারিককে কার্যত হুমকি দেন রামনগর অখিল গিরি। যা নিয়ে চরম বিতর্ক তৈরি হয়েছিল। পদত্যাগ করতে বাধ্য হন তিনি।