নয়াদিল্লি : জাতীয় শিক্ষা নীতি ও তিন ভাষা নীতি নিয়ে যাবতীয় টানাপোড়েনের মধ্যে এই বিষয়ে মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার। তাঁর কথায়, কেন্দ্রীয় সরকার শিক্ষার্থীদের নমনীয়তা প্রদানে বিশ্বাসী।
মঙ্গলবার সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুকান্ত মজুমদার বলেছেন, “আমাদের নতুন শিক্ষানীতি (এনইপি) ২০২০ স্পষ্টভাবে বলেছে, মাতৃভাষায় শিক্ষা প্রদান করা উচিত। পঞ্চম শ্রেণী পর্যন্ত মাতৃভাষা বাধ্যতামূলক এবং ইচ্ছা করলে এটি অষ্টম শ্রেণী পর্যন্ত চালিয়ে যাওয়া যেতে পারে।”
সুকান্ত মজুমদার আরও বলেছেন, “আমরা তামিলনাড়ুর ছাত্রছাত্রীদের তামিল ভাষায় পড়ার পক্ষে সওয়াল করছি, বাংলায় বাংলা ভাষায় পড়ার কথা বলছি—কিন্তু তারা এটা চায় না। আমরা শিক্ষার্থীদের নমনীয়তা দেওয়ায় বিশ্বাস করি, কিন্তু তারা (বিরোধী দল) এর বিরোধিতা করে।”