পশ্চিমবঙ্গের জন্য ৮৬০.৩৫ কোটি টাকা মঞ্জুর করল কেন্দ্র

কলকাতা : দ্বিতীয় স্বচ্ছ ভারত মিশনের (শহরাঞ্চল) আওতায় পশ্চিমবঙ্গের জন্য ৮৬০.৩৫ কোটি টাকা মঞ্জুর করল কেন্দ্র। বৃহস্পতিবার কেন্দ্রের তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন শহুরে এলাকায় স্বচ্ছতা বজায় রাখার পরিকাঠামো মজবুত করার জন্য দ্বিতীয় দফার স্বচ্ছ ভারত মিশনের (শহরাঞ্চল) আওতায় সেই প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন শহর থেকে দিনে মোট ৪,০৪৬ টনের মতো কঠিন বর্জ্য জমে থাকে। সেই বর্জ্যের ব্যবস্থাপনার জন্য দ্বিতীয় স্বচ্ছ ভারত মিশনের (শহরাঞ্চল) আওতায় বিভিন্ন প্রকল্পের প্রস্তাব দিয়েছিল রাজ্য।

সেইসঙ্গে ৪,৫০০টি বর্জ্য সংগ্রাহের ইউনিট এবং ৪,৮০০-র বেশি কম্পোস্টিং প্ল্যান্ট বসানোরও প্রস্তাব দেওয়া হয়েছিল।ওই বিবৃতিতে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, রাজ্য সরকারে র তরফে যে যে প্রস্তাব দেওয়া হয়েছিল, সেগুলির কাজ দ্রুতগতিতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাড়তি অর্থ মঞ্জুর করা হয়েছে। দ্বিতীয় স্বচ্ছ ভারত মিশনের (শহরাঞ্চল) আওতায় ২০২৬ সালের মধ্যে রাজ্যের সমস্ত শহরে বর্জ্য প্রক্রিয়াকরণ প্ল্যান্ট তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + 2 =