মহুয়া মৈত্রর বিরুদ্ধে চার্জশিট দায়ের করার জন্য সিবিআইকে নির্দেশ

কলকাতা : ঘুষ মামলায় মহুয়ার বিরুদ্ধে বড় পদক্ষেপ করল লোকপাল। কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইকে চার্জশিট দাখিলের অনুমতি দিল দেশের লোকপাল।

লোকপালের নির্দেশে বলা হয়েছে— সিবিআই আগামী চার সপ্তাহের মধ্যে মহুয়া মৈত্র-সহ অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করবে, এবং সেই নথির একটি প্রতিলিপি লোকপালের রেজিস্ট্রিতে জমা দিতে হবে। তবে এখনও লোকপাল বিচারপর্ব শুরু করার অনুমতি দেয়নি। তারা জানিয়েছে—চার্জশিট আদালতে দাখিল হওয়ার পর আদালত যখন অভিযোগ গ্রহণ করবে, তারপরই বিচারপর্ব সংক্রান্ত পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

লোকপালের আদেশে স্পষ্টভাবে বলা হয়েছে যে, “অভিযুক্ত রেপুটেড পাবলিক সার্ভেন্ট -এর বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমতি চেয়ে সিবিআই যে আবেদন করেছে— সেটিই এই মুহূর্তে বিবেচনার বিষয়। বিচারপর্ব বা মামলার পরবর্তী ধাপ অনুমোদনের দাবি করা এখনই উপযুক্ত নয় বলেই বেঞ্চ মনে করেছে।

লোকপাল জানিয়েছে, ২০১৩ সালের লোকপাল ও লোকায়ুক্ত আইনের ধারা ২০(৭)(এ) ও ধারা ২৩(১)-এর ক্ষমতা প্রয়োগ করে সিবিআইকে অনুমতি দেওয়া হচ্ছে যে তারা আগামী চার সপ্তাহের মধ্যে উপযুক্ত আদালতে চার্জশিট দাখিল করবে”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four − three =