দ্বিতীয় হুগলী সেতুর উপরে চলমান গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে। শুক্রবার বিকালে হাওড়া থেকে কলকাতা যাওয়ার মুখে ব্রিজের উপরে একটি গাড়িতে আচমকাই আগুন ধরে যায়। আর এই ঘটনার জেরে চাঞ্চল্য ও আতঙ্কের পরিবেশ তৈরি হয় সেতুর উপর। আগুনের ঘটনার জেরে সেতুতে হাওড়া থেকে কলকাতামুখী লেনে পুরোপুরি যান চলাচল সম্পুর্ন বন্ধ রাখা হয়েছে। অভিযোগ গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটলেও কর্তব্যরত পুলিশ আধিকারিকদের কাছে আগুন নেভানোর কোনো যন্ত্র ছিল না, সেতুর উপর যানজটে আটকে থাকা একটি তেলের ট্যাংকার থেকে আগুন নেভানোর যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়। গাড়ির ভিতরে চালক সহ যাত্রীরা গাড়িতে ধোঁয়া বেরোতে দেখেই গাড়ি থেকে নেমে পড়েন। মুহূর্তের মধ্যে সম্পুর্ন গাড়িতে দাউদাউ করে আগুন ধরে যায়। দমকল আসার আগেই সম্পুর্ন গাড়ি আগুনের করাল গ্রাসে সম্পুর্ন ভস্মীভূত হয়ে যায়। উপস্থিত অন্যান্য যাত্রীদের অভিযোগ ঘটনার প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট পর দমকলের গাড়ি আসে। কোনোভাবে গাড়িতে থাকা পেট্রোল ট্যাংক আগুনের সংস্পর্শে এসে বিস্ফোরণ ঘটলে সেতুর উপর বড়সড় দুর্ঘটনা ঘটতে পারতো বলেই অভিমত অন্যান্য যাত্রীদের। এই ঘটনার জেরে সেতুর উপর লম্বা গাড়ির লাইন রয়েছে। ঘটনার প্রত্যক্ষদর্শী পিউ মুখোপাধ্যায় জানান , ‘ আমার গাড়ির আগেই ওই গাড়িটি ছিল। চলন্ত অবস্থাতেই গাড়িটি থেকে ধোঁয়া বেরোতে শুরু করে। তড়িঘড়ি গাড়ির চালক সব আরোহীরা গাড়ি থেকে নেমে আসার পরই গাড়িতে আগুন ধরে যায়। কেউ আহত না হলেও খুব ভয় পাই। আমার গাড়িটা দশ ফুট দূরেই দাঁড়িয়ে ছিল। বিস্ফোরণ হলে বড় দুর্ঘটনা ঘটতে পারতো।’