কলকাতা : ১৫ বছর পরে মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি কর্মী নিয়োগে ছাড়পত্র দিল কলকাতা হাই কোর্ট।
বুধবার ওই মামলার শুনানিতে আগামী ২১ দিনের মধ্যে নিয়োগ প্রক্রিয়ার চূড়ান্ত ফল প্রকাশের নির্দেশ দিয়েছে আদালত। বিচারপতি পার্থসারথি সেনের রায়, নিয়োগ প্রক্রিয়া চালিয়ে নিয়ে যেতে পারবে মাদ্রাসা সার্ভিস কমিশন। পাশাপাশি, হাই কোর্ট জানিয়েছে, ২০১০ সালের নিয়োগবিধি মেনেই নিয়োগপ্রক্রিয়া শুরু করতে হবে মাদ্রাসা কমিশনকে।
শেষ বার রাজ্যের মাদ্রাসাগুলিতে নিয়োগের পরীক্ষা হয়েছিল ২০১০ সালে। তার পর থেকে ২০২৫ সাল পর্যন্ত ১৫ বছর কেটে গেলেও পরীক্ষায় উত্তীর্ণেরা চাকরি পাননি। দীর্ঘ দেড় দশক পর এ বার সেই শূন্যপদগুলিতে নিয়োগে জট কাটল।

