কলকাতা : উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রায় আট বছর ধরেই যে জটিলতা বহাল ছিল তা কাটল। ১৪ হাজার ৫২ টি শূন্য পদে নিয়োগের জন্য আর কোনও বাধা থাকল না। তবে মেধা তালিকায় ১,৪৬৩ জন কে যুক্ত করে নতুন মেধা তালিকা প্রকাশ করতে হবে।
সেইসঙ্গে এমন নির্দেশও দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও পার্থসারথি চট্টোপাধ্যায় এর ডিভিশন বেঞ্চের এই রায়ের পরিপ্রেক্ষিতে খুশি কর্ম প্রার্থীরা।
উল্লেখ্য, প্রায় দেড় হাজারের কাছাকাছি মেধা তালিকায় নাম নথিভুক্ত থাকলেও বাদ পড়েছিল। বুধবার এই রায় দিয়েছে এ রাজ্যের উচ্চ আদালত। প্রসঙ্গতঃ স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এস এস সি কর্তৃপক্ষ কে আগামী চার সপ্তাহের মধ্যেই মেধা তালিকা প্রকাশ ও পরবর্তী চার সপ্তাহের মধ্যেই কর্মপ্রার্থীদের কাউন্সেলিং প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশের পাশাপাশি নিয়োগপত্র প্রদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ দুই মাসের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া শেষ করার পক্ষপাতী বিচারপতিদ্বয়। গোটা বিষয়টি অতি দ্রুত কার্যকর করার নির্দেশ রয়েছে আদালতের ওই রায়ে।