পশ্চিমবঙ্গের ৬টি বিধানসভা আসনে উপনির্বাচন শুরু, নৈহাটিতে উত্তেজনা

কলকাতা : পশ্চিমবঙ্গের ৬টি বিধানসভা আসনে শুরু হল উপনির্বাচনের ভোটগ্রহণ। কোচবিহারের সিতাই, আলিপুরদুয়ারের মাদারিহাট, বাঁকুড়ার তালড্যাংরা, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর-সহ উত্তর ২৪ পরগনার দুই বিধানসভা নৈহাটি এবং হাড়োয়ায় বুধবার সকাল সাতটা থেকে শুরু হয়েছে উপনির্বাচনের ভোটগ্রহণ। ভোটগ্রহণ যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, তাই সুরক্ষায় বিশেষ জোর দিয়েছে নির্বাচন কমিশন। ভোট শুরুর আগেই নৈহাটিতে উত্তেজনা ছড়াল। অভিযোগ, নৈহাটির ৬৩ নম্বর বুথে বিজেপি এজেন্টকে বসতে দেওয়া হয়নি। অভিযোগের তির তৃণমূলের দিকে। খবর পেয়ে ওই বুথে পৌঁছন নৈহাটির বিজেপি প্রার্থী রূপক মিত্র। তিনি গিয়েই নিজের দলের এজেন্টকে বুথে বসান।

২০২৪-এর লোকসভা নির্বাচনে জিতে সাংসদ হয়েছেন ৬ জন বিধায়ক। শূন্য আসনে তাই ফের ভোট হচ্ছে। একুশের বিধানসভায় মাদারিহাট ছাড়া বাকি ৫ কেন্দ্রেই জয়ী হয় তৃণমূল কংগ্রেস। নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুরের মতো বিধানসভায় তৃণমূল পেয়েছিল ৫০ শতাংশের উপরে ভোট। সিতাই আর তালড্যাংরায় তৃণমূল পায় ৪৫ শতাংশেরও বেশি ভোট। একমাত্র মনোজ টিগ্গার বিধানসভা মাদারিহাটেই দ্বিতীয় হয় তৃণমূল কংগ্রেস। এই কেন্দ্রে তৃণমূলের প্রাপ্ত ভোট ৩৭ শতাংশ।

৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য মোট দেড় হাজারেরও বেশি (১৫৮৩টি) ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে। সবচেয়ে বেশি ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে মেদিনীপুর আসনে। নির্বাচন কমিশন জানিয়েছে, সিতাইয়ে ৩০০, মাদারিহাটে ২২৬, নৈহাটিতে ২১০, হাড়োয়ায় ২৭৯, মেদিনীপুরে ৩০৪ এবং তালড্যাংরায় ২৬৪টি ভোটগ্রহণ কেন্দ্র রাখা হয়েছে। সিতাইয়ে ভোটারের সংখ্যা ৩,০৫,৫৬৫। মাদারিহাটে ২,২০,৩৪২। নৈহাটিতে ১,৯৩,৮৩৫। হাড়োয়ায় ২,৯১, ৭১৪। তালড্যাংরায় ২,৪১,৪৯৭। মেদিনীপুর আসনে ভোটারের সংখ্যা ২,৯১,৭১৫।

নৈহাটির প্রাক্তন বিধায়ক পার্থ ভৌমিক এখন সাংসদ। গত লোকসভা ভোটে ব্যারাকপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। তাঁর জয়ের পর নৈহাটির বিধানসবা আসনটি ফাঁকা হয়ে যায়। হাড়োয়ার প্রাক্তন বিধায়ক হাজি নুরুল সদ্য প্রয়াত হয়েছেন। তিনি এ বার লোকসভা ভোটে বসিরহাট থেকে জিতেছিলেন। জয়ের কয়েক মাস পরেই প্রয়াত হন নুরুল। সিতাইয়ের প্রাক্তন তৃণমূল বিধায়ক জগদীশ বসুনিয়া বর্তমানে কোচবিহারের সাংসদ। তালড্যাংরার প্রাক্তন বিধায়ক অরূপ চক্রবর্তী এখন বাঁকুড়ার সাংসদ হয়েছেন।

মেদিনীপুরে জুন মালিয়া সাংসদ হওয়ায় বিধায়কের পদ ফাঁকা হয়ে যায়। মাদারিহাটে বিজেপির প্রাক্তন বিধায়ক মনোজ টিগ্গা বর্তমানে আলিপুরদুয়ারের সাংসদ। ২০২১-এর বিধানসভা নির্বাচনে এই ছ’টি বিধানসভা আসনের মধ্যে পাঁচটিই ছিল তৃণমূলের দখলে। একমাত্র মাদারিহাট ছিল বিজেপির। এ বারের ভোটে কোন শিবির ক’টি আসন পায়, সে দিকেই নজর বঙ্গবাসীর। ২৩ নভেম্বর উপনির্বাচনের ফলঘোষণা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + 14 =