উচ্চ মাধ্যমিকে প্রথম বর্ধমানের রূপায়ণ, প্রথম দশে কলকাতার তিন

কলকাতা : বুধবার প্রকাশিত হল উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। এবছর রেগুলার পরীক্ষার্থী হিসেবে মোট পরীক্ষা দিয়েছিলেন মোট ৪ লক্ষ ৭৩ হাজার ৯১৯ জন। পরীক্ষার ৫০ দিনের মাথায় এবার রেজাল্ট প্রকাশ করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এদের মধ্যে প্রথম দশে জায়গা করে নিয়েছেন ৭২ জন পড়ুয়া।

সংসদের তরফে সাংবাদিক বৈঠক করেছেন সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। তিনি জানিয়েছেন, এ বারের উচ্চ মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা ৪,৭৩,৯১৯ জন। এ বছর প্রথম বার মেটাল ডিটেক্টর ব্যবহার করা হয়েছে। কোথাও প্রশ্ন ফাঁস হয়নি। প্রশ্নপত্র নিয়েও অভিযোগ আসেনি। মোবাইল নিয়ে ধরা পড়েছিলেন কয়েক জন, তাঁদের পরীক্ষা বাতিল করা হয়েছে।

উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় প্রথম দশে রয়েছে ৭২ জন। তাদের মধ্যে কলকাতার স্কুল থেকে চার জন রয়েছে। পাঠভবন স্কুলের তথাগত রায় অষ্টম স্থান অধিকার করেছে। তার প্রাপ্ত নম্বর ৪৯০। পর্ণশ্রীর বেহালা হাই স্কুলের অঙ্কিত চক্রবর্তীও অষ্টম স্থানে রয়েছে, পেয়েছে ৪৯০। টাকি হাউস মাল্টিপারপাস স্কুল ফর বয়েজের সৌনক বন্দ্যোপাধ্যায় এবং বেথুন কলেজিয়েট স্কুলের সৃজিতা দত্ত নবম স্থানে রয়েছে। তাদের প্রাপ্ত নম্বর ৪৮৯।

উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছে পূর্ব বর্ধমানের রূপায়ণ পাল। সে পেয়েছে ৪৯৭, শতাংশের হিসাবে ৯৯.৪। দ্বিতীয় হয়েছে তুষার দেবনাথ। সে কোচবিহারের বাসিন্দা। তার প্রাপ্ত নম্বর ৪৯৬। উচ্চ মাধ্যমিকে এ বছর তৃতীয় হয়েছে আরামবাগের রাজর্ষি অধিকারী, সে পেয়েছে ৪৯৫। বাঁকুড়ার সৃজিতা ঘোষাল চতুর্থ হয়েছে, তার প্রাপ্ত নম্বর ৪৯৪।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 5 =