স্যার গারফিল্ড সোবার্স পুরস্কার জিতলেন ভারতীয় পেসার। ট্রাভিস হেড, জো রুট এবং হ্যারি ব্রুককে হারিয়ে পঞ্চম ভারতীয় হিসেবে এই সম্মান জিতলেন বুমরা। এই তালিকায় আছেন রাহুল দ্রাবিড়, শচীন তেন্ডুলকর, রবিচন্দ্রন অশ্বিন এবং বিরাট কোহলি। আইসিসি ওয়েবসাইটে বলা হয়েছে, ‘২০২৪ সালে ক্রিকেটের সব ফরম্যাটেই অনবদ্য বুমরা। বিশ্বের প্রিমিয়ার ফাস্ট বোলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ে বর্তমানে একনম্বরে থাকা বোলার ভারতের সবচেয়ে দ্রুততম পেসার হিসেবে ২০০ টেস্ট উইকেটের মাইলস্টোন ছুঁয়েছেন। ২০ র নীচে বোলিং গড় রেখে এই নজির গড়েছেন। যা ইতিহাসে সেরা। আইসিসি টেস্ট বোলিং ব়্যাঙ্কিংয়ে তাঁর অসাধারণ ফর্মের প্রতিফলন হয়েছে। ৯০০ পয়েন্ট মার্ক অতিক্রম করে ফেলেছে। রেকর্ড ব্রেকিং ৯০৭ পয়েন্টে শেষ করেছে। যা ভারতীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ।’
সোমবারই আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হন বুমরা। ১৩ ম্যাচে ৭১ উইকেট নেন। ইংল্যান্ডের জো রুট, হ্যারি ব্রুক এবং শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিসকে হারিয়ে এই শিরোপা জেতেন ভারতীয় পেসার। ২০১৮ সালে বিরাট কোহলির পর প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে আইসিসির বর্ষসেরা হন বুমরা। তার আগে ২০১৬ সালে এই সম্মান পান রবিচন্দ্রন অশ্বিন। এই স্বীকৃতি পাওয়ার পর বুমরা বলেন, ‘আইসিসি বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হতে পেরে আমি সম্মানিত। টেস্ট ক্রিকেট আমার হৃদয়ের কাছে। এই মঞ্চে স্বীকৃতি পাওয়া আমার কাছে বিশেষ। এটা শুধু আমার ব্যক্তিগত পরিশ্রমের ফল নয়। সতীর্থ, কোচ, ফ্যানদের সমর্থনে আমি এই জায়গায় পৌঁছতে পেরেছি।’ বর্ডার-গাভাসকর ট্রফিতে টিম ইন্ডিয়া ব্যর্থ হলেও, সফল বুমরা। পাঁচ টেস্টে ৩২ উইকেট নেন। গড় ১৩.০৬। সিরিজ সেরা হন। অস্ট্রেলিয়ার মাটিতেই ২০০ টেস্ট উইকেটের মাইলস্টোন ছুঁয়ে ফেলেন। দ্বাদশ ভারতীয় বোলার হিসেবে এই নজির গড়েন।