দার্জিলিং : টানা বৃষ্টিতে ভূমিধসে ক্ষতিগ্রস্ত পানীয় জলের পাইপ মেরামত করতে গিয়ে পাহাড় থেকে পাথরের চাঁই গড়িয়ে মৃত্যু হল ৬ বছরের শিশু সহ ২ জনের। বুধবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দার্জিলিংয়ের বিজনবাড়ি ব্লকের গোকে এলাকায়। বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য মৃতদেহগুলি দার্জিলিং জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিন নিহতের কাকা উদাই লিম্বু জানান, ভারী বৃষ্টির কারণে ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে পানীয় জলের পাইপ। সেটি মেরামত করতে গিয়েছিলেন ৬ বছরের সামান্তা লিম্বু, তার মা এবং খুড়তুতো দাদা প্রণীল যোগী (২৭)।
ভূমিধসের নীচে চাপা পড়ে যাওয়া জলের পাইপ মেরামত করার সময় হঠাৎই উপর থেকে একটি বিশাল পাথর তাঁদের উপর গড়িয়ে পড়ে। ঘটনাস্থলেই প্রণীলের মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় সামান্তার। তবে কিছুটা দূরে থাকায় অক্ষত থাকেন শিশুর মা। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

