পুরুলিয়া : একটানা বৃষ্টি। আর তার জেরে ভেঙে পড়ল সেতু। ফলে বিচ্ছিন্ন জনজীবন। রবিবার সন্ধ্যারাতে ঘটনাটি ঘটেছে পুরুলিয়ায়। দুশ্চিন্তায় পড়েছেন এই গ্রামগুলির বাসিন্দারা।
জানা গেছে, বলরামপুর থানার নেকড়ে দেওলি গ্রাম হয়ে বয়ে গিয়েছে শাখা নদী। এই নদীর এ পারে আছে গড়গা কাশিডি পৌনবাইদ গ্রাম আর ওপারে রয়েছে অযোধ্যা পাহাড়তলি চিরুগোড়া পারডি গ্রাম।
এই সেতুটি দিয়ে প্রতিদিন বলরামপুরে আসেন বহু মানুষ। কিন্তু রবিবারের বৃষ্টির জেরে সেতু ভেঙে পড়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

