পুণেতে সেতু ধসে বিপর্যয়, মৃত ২, নিখোঁজ ১২, চলছে উদ্ধার অভিযান

পুণে : মহারাষ্ট্রের পুণে জেলার চিঞ্চওয়াড নগর এলাকায় ইন্দ্রায়নী নদীর উপর একটি লোহার সেতু ভেঙে পড়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার দুপুরে সেতুটি ভেঙে পড়ার সময় সেটিতে পর্যটকদের ভিড় ছিল। এই দুর্ঘটনায় অন্তত ২৪ জন নদীতে পড়ে যান। এর মধ্যে ১২ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়, কিন্তু চিকিৎসাধীন অবস্থায় দু’জনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন ১২ জন, যাদের খোঁজে তৎপর রয়েছে উদ্ধারকারী দল।

স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী বাহিনীর সূত্রে জানা গিয়েছে, সেতুটি অত্যন্ত পুরনো ছিল এবং শুধুমাত্র পায়ে চলার উপযোগী ছিল। রবিবার ছুটির দিনে বহু পর্যটক কুণ্ডমালা ঘুরতে এসে ওই সেতুতে ভিড় জমান। নদীর স্রোতে অনেকেই ভেসে যান বলে অনুমান। দমকল ও দুর্যোগ মোকাবিলা বাহিনী ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে। বিপর্যয় মোকাবিলা বাহিনীর এক আধিকারিক জানান , জলস্রোতের কারণে উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছে। তিনি আরও জানান , দুইটি দল কাজ করছে। কিছুজনকে বাঁচানো হয়েছে, কিন্তু এখনও প্রায় ২০–২৫ জন ধ্বংসস্তূপে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 3 =