কলকাতা : দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের কাছে রেলগেট সংলগ্ন এলাকায় শুক্রবার অজ্ঞাতপরিচয় এক তরুণীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে ওই রেলগেটের কাছে যেখানে আবর্জনা ফেলা হয়, সেখানে বস্তাবন্দি অবস্থায় অর্ধদগ্ধ ওই দেহটি পড়েছিল। যে রাস্তায় এই বস্তাবন্দি দেহ উদ্ধার হয়েছে, সেখানে মানুষের যাতায়াত আছে।
কিন্তু, তারমধ্য়ে কীভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে শুরু হয়েছে চাপানউতোর। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। আসেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। আশেপাশে যে বাড়িগুলি রয়েছে সেগুলির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। শুরু হয়েছে তদন্ত।