বেলঘড়িয়ায় তৃণমূল কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদন, ব্যারাকপুর : বেলঘড়িয়া থানার কামারহাটি পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের রাজীবনগর থেকে উদ্ধার তৃণমূল কর্মীর রক্তাক্ত মৃতদেহ। মৃতের নাম রেহান খান ওরফে এনায়েতুল্লাহ ( ৩৮)। বুধবার সকালে স্থানীয়রা বাড়ির পাশেই দলীয় কার্যালয়ের সামনে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তৎক্ষনাৎ তাঁকে কামারহাটির সাগরদত্ত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।

স্থানীয়দের বয়ান অনুযায়ী, মঙ্গলবার রাতে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের কাছে দলীয় কার্যালয়ের সামনে বসেছিলেন রেহান। সেই সময় দুষ্কৃতীরা তাঁকে গুলি করে হত্যা করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বেলঘড়িয়া থানার পুলিশ-সহ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকেরা। কে বা কারা গুলি চালিয়েছে, তা পুলিশ খতিয়ে দেখছে। এলাকার সিসিটিভি ফুটে়জ খতিয়ে দেখার পাশাপাশি স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।

ঘটনাস্থল থেকে পুলিশ মদের বোতলও উদ্ধার করেছে। সূত্র বলছে, এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত ছিলেন রেহান খান। তিনি প্রমোটারি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। জমিজমা সংক্রান্ত বিবাদের কারনে নাকি রাজনৈতিক কারণে এই খুনের ঘটনা, তা পুলিশ তদন্ত করে দেখছে।

ঘটনাস্থল পরিদর্শনে এসে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের এক কর্তা জানান, তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে। রেহান নামে এক যুবককে গুলি করে খুন করা হয়েছে। হয়তো ঘটনাস্থলে মদ্যপান করছিলেন। ওঁর সঙ্গে আরও কারা ছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। তিনি আরও জানান, রেহান প্রমোটারি করতেন। মঙ্গলবার রাত ১১-৩০ টা ১২ টা পর্যন্ত পরিবারের লোকজন এবং বন্ধুদের সঙ্গে রেহানের ফোনে কথা হয়েছিল। কিন্তু বুধবার সকালে ওঁকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে। ঘটনার নেপথ্যে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + two =