ভগবানগোলা : বুধবার ভগবানগোলা ৬২ নম্বর বিধানসভা এলাকার মহিশাস্থলি গ্রাম পঞ্চায়েতের ৭০ নম্বর বুথে এক বিএলও-র বিরুদ্ধে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। জানা গেছে, ওই বুথের বিএলও সাহিল ইসলাম নাকি ভোট সংশোধনের ফর্ম বিতরণের কাজটি নির্দিষ্ট সরকারি কেন্দ্রে না করে স্থানীয় তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতির বাড়িতেই সম্পন্ন করেছেন।
সরকারি নিয়ম অনুযায়ী বিএলও-দের নির্দিষ্ট বুথ এলাকা বা সরকারি ভবনে বসে ফর্ম বিতরণ ও সংশোধনের কাজ করার নির্দেশ রয়েছে। কিন্তু অভিযোগ অনুযায়ী, সাহিল ইসলাম সেই নির্দেশ অমান্য করে রাজনৈতিক পক্ষপাত দেখিয়েছেন। ঘটনাটি সামনে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। বিরোধী দলগুলির অভিযোগ, এই ধরনের কর্মকাণ্ড নির্বাচন কমিশনের বিধি লঙ্ঘন এবং ভোট প্রক্রিয়ার নিরপেক্ষতাকে প্রশ্নের মুখে ফেলছে।
স্থানীয়দের একাংশের বক্তব্য, “একজন বিএলও যদি নিরপেক্ষভাবে কাজ না করেন, তাহলে ভোটের বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ হবে।” যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত বিএলও সাহিল ইসলাম বা নির্বাচন দফতর পক্ষ থেকে কোনো সরকারি প্রতিক্রিয়া মেলেনি। তবে অভিযোগের ভিত্তিতে প্রশাসনিক তদন্ত শুরু হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

