৩ রাজ্যে বিজেপির জয়ে বিজয় মিছিল পানাগড়ে

নিজস্ব প্রতিবেদন, কাঁকসা: দেশের ৪ রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফলে ৩ রাজ্যে বিজেপি ভালো ফল করায় রবিবার বিকেলে পানাগড় বাজারে দলীয় কার্যালয় থেকেবিজয় মিছিল অনুষ্ঠিত হয়। এদিন বিজেপির মিছিল পানাগড় বাজার ঘুরে রেলপাড় ও রণডিহা মোড় প্রদক্ষিণ করে মিছিল শেষ হয় বিজেপির দলীয় কার্যালয়ে এসে। এদিন বিজেপির মিছিল থেকে এলাকার মানুষকে মিষ্টিমুখ করান বিজেপি কর্মীরা।
এদিন মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির গলসি ৬ নম্বর মণ্ডলের সভাপতি পরিতোষ বিশ্বাস, বর্ধমান সদরের জেলা সহ-সভাপতি রমন শর্মা, বিজেপির যুব মোর্চার সভাপতি পঙ্কজ জয়সওয়াল, বিজেপি নেতা ইন্দ্রজিৎ ঢালি, অভিজিৎ চন্দ্র সহ অন্যান্যরা। বিজেপি নেতা পরিতোষ বিশ্বাস জানান, মোদি হ্যায় তো সব মুমকিন হ্যায়। অর্থাৎ মোদি যখন আছেন দেশের মানুষ বিজেপিকেই ভোট দেবে। তিন রাজ্যের ফলাফল আগামী ২৪-এর লোকসভায় ভালো প্রভাব পড়বে এবং নরেন্দ্র মোদি ফের দেশের প্রধানমন্ত্রী হবেন এমনটাই দাবি তাঁর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 19 =