বিজেপির মিষ্টি হাওয়া পদ্মফুল চিহ্ন হাতপাখা বিলি দিলীপ ঘোষের

নিজস্ব প্রতিবেদন, বর্ধমান: অতিরিক্ত গরমে বিজেপির মিষ্টি হাওয়া বলে পদ্মফুল চিহ্ন হাতপাখা বিলি করলেন দিলীপ ঘোষ। রবিবার বর্ধমান শহরের টাউনহল এলাকায় চা চক্রে যোগ দিয়ে সাধারণ মানুষ সহ দলীয় কর্মীদের বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘো¡ এই উদ্যোগ নেন।
অভিষেক বলছেন বিজেপিকে বিসর্জনের বার্তা দিয়ে বাংলার মহিলারা সার্জিক্যাল স্টাইক করবে, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপবাবু বলেন, ‘ওটা গিয়ে একবার সন্দেশখালিতে বলুন বাংলার মহিলারা কী করবেন, তাঁরা ঘুরে ঘুরে সন্দেশখালির মহিলারা প্রচার করছেন চারিদিকে, তাঁদের ওপর কী ভাবে অত্যাচার হয়েছে, তার জবাব ওঁরা দেবেন ভোটে।’ সেনা জওয়ানদের সঙ্গে গুলির লড়াইয়ে মাওবাদীদের মৃত্যু হয়েছে তাদেরকে শহিদ তকমা দিয়ে কংগ্রেস মুখপাত্র সুপ্রিয়া সেন বলছেন তাঁদের ওপর অন্যায় হয়েছে, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, ‘এর আগে আমরা দেখেছি মাওবাদীরা সব মারা গেলে কংগ্রেস নেতারা তা¥দের বাড়িতে যেতেন। ওম প্রকাশ যিনি দিল্লিতে পুলিশ অফিসার ছিলেন তিনি এনকাউন্টারে মারা গেলেন তাঁর বাড়িতে যাননি কংগ্রেস নেতারা, যে মাওবাদী মারা গিয়েছিলেন তাঁর বাড়িতে গিয়েছিলেন, আজ কী হয়েছে কংগ্রেস সারা দেশ থেকে মুছে গিয়েছে। এই দেশের অপসংßৃñতি পরম্পরা স্বাধীনতার ওপর যারা প্রশ্ন তুলবে, দেশ বিরোধীর সঙ্গে যারা থাকবে নিশ্চিহ্ন হয়ে যাবে।’
কয়লা, গোরুর পর এবার সবুজসাথীর সাইকেল দেখা যাচ্ছে বাংলাদেশের হাটে চড়া দামে বিক্রি হতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, ‘আমরা বাংলাদেশে চাল-ডাল ঔষুধ ইত্যাদি পাঠাত জানতাম, গোরুও পাঠাত, সাইকেল পাঠাচ্ছে এটা এখন জানা গেল,আর কত নীচে নামবে, এখানকার মানুষের ট্যাক্সের টাকায় বিলি করে ভোটও পাচ্ছে, আবার বিদেশেও পাচার করে দিচ্ছে। আগে অ্যাম্বুলেন্সে করে বাংলাদেশে টাকা গিয়েছে টিএমসি নেতাদের। এখানকার মানুষদের শোষণ দিনের পর দিন করে যাচ্ছে, আর অনৈতিক কাজ পুরো সমাজবিরোধীর কাছে পার্টিটা চলে গিয়েছে।’
ব্রহ্মচর্য দ্বারস্থ বামপ্রস্ত সন্ন্যাস তৃণমূল নেতারা অভিযোগ করছেন যে আপনার রাজনৈতিক সন্ন্যাসের সময় হয়ে এসেছে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপবাবু বলেন, ‘সেটা তো লোক বলবে কে সন্ন্যাস নেবে কে জেলে যাবে কে দেশ ছাড়া বাংলা ছাড়া হয়ে যাবে। সে ৪ তারিখের পরে বোঝা যাবে। যারা বিজয় উৎসব পালন করে দিচ্ছে তারা যানে জেতার কোনও চান্স নেই, তাই আগেই বিজয় উৎসব পালন করে দিচ্ছে।’ রাহুল গান্ধি বলেছেন যে ক্ষমতা এলে উনি অগ্নিবীর যোজনা বাতিল করে দেবেন, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘ক্ষমতায় আগে আসুক। তিনি তো অনেক কিছু বাতিল করে দেবেন বলছেন,৩৭০ বাতিল করে দেবেন, বাবরি মসজিদ বানিয়ে দেবেন, তো এগুলো স্বপ্নই থেকে যাবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × five =