নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: সন্দেশখালি কাণ্ডে বিজেপির বাঁকুড়ার পুলিশ সুপারের দপ্তর ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হল। এদিন বাঁকুড়ার তামলিবাঁধ ময়দানে জমায়েত করে বিজেপির কর্মী সমর্থকরা কলেজ রোড ধরে পুলিশ সুপারের দপ্তরের দিকে যাওয়ার চেষ্টা করে। আগে থেকেই পুলিশ ওই রাস্তায় একাধিক ব্যারিকেড তৈরি করে। মোতায়েন করা হয় স্ট্র্যাকো ফোর্স, র্যাফ সহ রাজ্য পুলিশের বিভিন্ন স্তরের কর্মীদের।
পুলিশ সুপারের দপ্তরের অনেক আগেই মিছিলের পথ আটকায় পুলিশ। মিছিল পুলিশের প্রথম ব্যারিকেড ভেঙে এগিয়ে যায়। দ্বিতীয় ব্যারিকেডও ভেঙে ফেলেন মিছিলের বিজেপি কর্মীরা। তৃতীয় ব্যারিকেডের কাছে এসে বিজেপির কর্মী-সমর্থকরা গার্ড রেলের ব্যারিকেড ভেঙে ফেলেন। এরপরই পুলিশ মিছিলের নিয়ন্ত্রণ নিতে শুরু করে। এই সময় মিছিলে অংশ নেওয়া বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে কার্যত ধস্তাধস্তি বেধে যায়। প্রায় দশ মিনিট ধরে দু’পক্ষের মধ্যে ধস্তাধস্তি চলার পর বিজেপি কর্মীরা ওই ব্যারিকেডের সামনেই বিক্ষোভ দেখাতে থাকেন। বিজেপি নেতৃত্বের দাবি, পুলিশের ধাক্কায় তাঁদের এক মহিলা কর্মী আহত হয়েছেন।