নয়াদিল্লি : রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিমান পরিষেবা চালু করার দাবি নিয়ে দিল্লিতে কেন্দ্রের অসামরিক বিমান চলাচল মন্ত্রী রামমোহন নায়ডু কিঞ্জারাপুর সঙ্গে দেখা করেন বিজেপি বিধায়কেরা।
বুধবার বিজেপির বিধায়কেরা দিল্লিতে কেন্দ্রের অসামরিক বিমান চলাচল দফতরের মন্ত্রীর সঙ্গে দেখা করেন। তাঁদের দাবি, রাজ্যের নানা প্রান্তে বিমানবন্দরের চাহিদা রয়েছে। দীর্ঘ দিন ধরেই বিমানবন্দর কর্তৃপক্ষ এ বিষয়ে সরকারের কাছে আর্জি জানানো হলেও কোনও উদ্যোগী নেয়নি সরকার।
বিধায়কদের দাবি, কোচবিহার বিমানবন্দর থেকে পরিষেবার চাহিদা বেশি। ফলে সেখানে কীভাবে যাত্রীসংখ্যা বাড়ানো যায়, কিংবা বড় বিমান চালানো যায়, সে সব নিয়ে আলোচনার প্রয়োজন রয়েছে। মালদা এবং বালুরঘাটেও বিমানবন্দরের চাহিদা রয়েছে। দীর্ঘ দিন ধরেই বিমানবন্দর কর্তৃপক্ষ এ বিষয়ে রাজ্য সরকারের কাছে আর্জি জানিয়েছেন। কিন্তু এখনও পর্যন্ত তা নিয়ে উদ্যোগী হয়নি সরকার।
এর পরেই শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের নেতৃত্বে সংশ্লিষ্ট মন্ত্রীর সঙ্গে দেখা করে এ বিষয়ে তাঁর দৃষ্টি আকর্ষণ করেন বিজেপি বিধায়কেরা।