বিজেপি-সিপিএম তৃণমূলের প্রচার করছে, দাবি সুজাতার

নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: লালমাটির জেলা বাঁকুড়ায় তাপমাত্রা ছাড়িয়েছে ৪১ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রার পারদ যতই ঊর্ধ্বমুখী হচ্ছে, ততই যেন ভোটের পারদও চড়ছে। চড়া রোদ উপেক্ষা করেই গ্রামে গ্রামে ভোট প্রচার সিপিএম, বিজেপি ও তৃণমূলের। এদিন ইন্দাসে ভোট প্রচার করেন তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল কোতুলপুরে ভোট প্রচার করেন সিপিএম প্রার্থী শীতল কৈবর্ত ও বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। প্রত্যেক প্রার্থী এই গরমের হাত থেকে বাঁচতে কোথাও নুন চিনির জল খেয়ে, কোথাও আবার ঠান্ডা জলে হাতমুখ ধুয়ে নিজেদের একটু শীতল করে নেন।
প্রচারের মধ্যেই বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ এবং তাঁর বর্তমান স্ত্রীকে কটাক্ষ তাঁর প্রাক্তন স্ত্রী তথা তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। সুজাতা মণ্ডল বলেন, ‘সিপিএম এবং বিজেপি তৃণমূলের হয়ে প্রচার করছে, ওরা প্রচার করছে মানুষ যাতে তৃণমূলকে ভোট দেয় কারণ তৃণমূল কংগ্রেসের যে লক্ষীর ভান্ডার বিজেপির যিনি প্রার্থী তাঁর পরিবারও পাচ্ছেন সিপিএমের যিনি প্রার্থী দাঁড়িয়েছেন তাঁর পরিবারও নিচ্ছে এমনকি যারা বিজেপির নেতা রয়েছেন, তাঁদের পরিবার আগে লাইন দিচ্ছে লক্ষীর ভান্ডার নেওয়ার জন্য তাই তারা তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচার করছে।’ এমনকি তিনি বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁর স্ত্রীকে কটাক্ষ করে বলেন, ‘তিনি শিলিগুড়ি থেকে এখন লাইন দিচ্ছেন বিষ্ণুপুরে লক্ষীর ভান্ডার নেওয়ার জন্য। শিলিগুড়িতে এতদিন নিতেন এখন বিষ্ণুপুরে নিতে চাইছেন। তবে শিলিগুড়ি থেকে বিষ্ণুপুর লোকসভা চলবে না।’
পালটা প্রতিক্রিয়ায় সৌমিত্র খাঁ সুজাতা মণ্ডলের উদ্দেশ্যে বলেন, ‘আর নাটক করবেন না অনেক নাটক করেছেন। এত নাটক করে মানুষকে বোকা বানাবেন না। আপনি ভালো থাকুন, আপনি ভালো থাকলে সবাই ভালো থাকবেন, এত রাগ হওয়ার তো কোনও কারণ নেই। রাজনীতিতে মানুষের পাশে থাকার চেষ্টা করুন অভিনয় নয়। অভিনয় করে একজন মানুষের সঙ্গে অনেকদিন ছিলেন। কিন্তু বিষ্ণুপুর লোকসভার মানুষের সঙ্গে অভিনয় করবেন না। তৃণমূল কংগ্রেস কর্মীদের সঙ্গে যে অভিনয় করছেন দু’দিন পরে তৃণমূল কংগ্রেসের কর্মীদের ওপর অত্যাচার করবেন, সেই অত্যাচার দয়া করে করবেন না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + 5 =