দলীয় ভাবে ঘোষণা হয়নি নাম উইকিপিডিয়ায় পশ্চিম বর্ধমানের বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি

সোমনাথ মুখোপাধ্যায়, পশ্চিম বর্ধমান
প্রার্থীর নাম ঘোষণা হয়নি, কিন্তু উইকিপিডিয়া দেখাচ্ছে ২০২৪ লোকসভা ভোটে আসানসোল কেন্দ্রে বিজেপি প্রার্থীর নাম জিতেন্দ্র তিওয়ারি, তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা ও সিপিএম প্রার্থী জাহানারা খান। তৃণমূল এবং সিপিএম প্রার্থীর নাম ঘোষণা হয়ে তাঁরা ইতিমধ্যে প্রচার শুরু করেছেন। কিন্তু বিজেপির তরফে এখনও প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।
গত ২ মার্চ আসানসোল কেন্দ্রের জন্য বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হয়েছিল ভোজপুরি তারকা পবন সিংয়ের। তিনি অবশ্য নিজস্ব সমস্যা দেখিয়ে প্রার্থীপদ প্রত্যাহার করে নেন। তারপর থেকে বিজেপির কোনও নতুন নাম ঘোষণা হয়নি আসানসোল লোকসভা কেন্দ্রে। তবে কান পাতলেই শোনা যাচ্ছে আর সোশ্যাল মিডিয়া জুড়েও প্রচারে সর্বত্রই একটাই নাম আসানসোলের প্রাক্তন মেয়র তথা বর্তমান বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি।
রাস্তাঘাটে পথে একটাই আলোচনা, তা হলে তিওয়ারিই কি প্রার্থী? যদিও তাতে দলীয় ভাবে বা সরকারি সীলমোহর পড়েনি এখনও। কিন্তু উইকিপিডিয়ার মতো অনলাইন এনসাইক্লোপিডিয়ায় এই নাম চোখে পড়ছে। সেই নিয়ে শুরু হয়েছে বিভ্রান্তি। তা হলে কে বা কারা ওই নাম উইকিপিডিয়ায় তুলে ধরল? সাইবার বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কোটি কোটি মানুষ এই সাইট ব্যবহার করেন। যে কোনও তথ্য বা যে কোনও ব্যক্তি সম্বন্ধে জানতে হলে এখানে সার্চ করলে সমস্ত তথ্য পাওয়া যায়। তবে উইকিপিডিয়ায় যে কেউ এডিট করতে পারেন নিজস্ব লগইন আইডি দিয়ে। এডিট করা যায় কিন্তু এডিট করলেই সেই তথ্য সঙ্গে সঙ্গে আপলোড হয় না তা বা তথ্য পরিবর্তন করা যায় না। উইকিপিডিয়ার মাধ্যমে তার পর্যবেক্ষণ করা হয়। তারপরই সেই তথ্য তাদের সাইটে আপলোড হয়। যদি সেই তথ্যের মধ্যে কোনও প্রশ্ন থাকে বা নিশ্চয়তা না থাকে, তা হলে তার রং লাল হয়ে থাকে। এক্ষেত্রে দেখা যাচ্ছে জিতেন্দ্র তিওয়ারির যে নাম রয়েছে তা লাল হরফে অর্থাৎ পুরোপুরি ভাবে নিশ্চিত নয়। প্রশ্ন উঠেছে, তা হলে এই নাম কে আপলোড করল?
যদিও জিতেন্দ্র তিওয়ারিকে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তাঁর দাবি, তাঁর এ বিষয়ে কিছু জানা নেই। অনলাইন বা এই ধরনের এনসাইক্লোপিডিয়া কী ভাবে তৈরি হয় বা কী ভাবে সার্চ ইঞ্জিন ব্যবহার হয় তাও তাঁর জানা নেই।
আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর নাম ঘোষণা না হলেও, প্রচারের ময়দানে সক্রিয় বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। তবে আসানসোলে বিজেপির মরা গাঙে পালে একা হাওয়া তুলছেন প্রাক্তন মেয়র বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। আসানসোলের ৭টি বিধানসভা জুড়ে জনসংযোগ করে বেড়াচ্ছেন তিনি। প্রতিদিন বিভিন্ন মন্দিরে পুজো দিচ্ছেন তিনি। মর্নিং ওয়াকেও চালিয়ে যাচ্ছেন প্রচার।
মঙ্গলবারও সকালবেলা দক্ষিণখণ্ড কালীবাড়িতে পূজা দিলেন তিনি। এখানে মন্দিরে পুজো দিতে এসে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি জানান, মন্দির তৈরিই হয় ভগবানের পুজোর জন্য। আর ভগবানের কাছে মন্দিরে পুজো সবাই দিতে পারে। আসানসোলের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা কে কটাক্ষ করে বলেন, ‘তাঁরা তো মন্দিরে পুজো দিচ্ছেন। তৃণমূলের উচিত মন্দিরে আসা, আসানসোলের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার উচিত মন্দিরে আসা।’
অন্যাদিকে জিতেন্দ্র তিওয়ারির দাবি, বিজেপির প্রত্যেকটি আসনেই প্রার্থী নরেন্দ্র মোদি। প্রার্থীর নাম আজ না হয় কাল ঘোষণা হবেই। যিনিই আসুক না কেন তিনি বিপুল ভোটে জয়ী হবেনই। তা¥র কটাক্ষ, তৃণমূল তো দেশের মধ্যে সবার প্রথম শত্রুঘ্ন সিনহার নাম ঘোষণা করেছিলেন। কিন্তু নাম ঘোষণাই সার। প্রার্থী তো এখনও প্রচারেই নামতে পারলেন না। অন্যদিকে বিজেপি কর্মীরা জনসংযোগে আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × three =