কলকাতা : গত ১৪ মার্চ ৪৩ সাংগাঠনিক জেলার মধ্যে ২৫টি জেলা সভাপতিদের নাম ঘোষণা করেছিল বিজেপি। বুধবার নতুন আট সাংগাঠনিক জেলা সভাপতিদের নাম ঘোষণা করল ভারতীয় জনতা পার্টি।
এদিন আলিপুরদুয়ার, বহরমপুর, ডায়মন্ড হারবার, হাওড়া গ্রামীণ, মেদিনীপুর, বিষ্ণুপুর, বোলপুর এবং বীরভূম সাংগঠনিক জেলার সভাপতির নাম ঘোষণা করা হয়।
জানা গেছে, বীরভূমের সভাপতি হয়েছেন ধ্রুব সাহা, বোলপুরে শ্যামাপদ মন্ডল, বিষ্ণুপুরে সুজিত আগস্তি, হাওড়া গ্রামীনে দেবাশিস সামন্ত, বহরমপুরে মলয় মহাজন, ডায়মন্ড হারবারে সোমা ঘোষ, মেদিনীপুরে সমিত মন্ডল আর আলিপুরদুয়ারে মিঠু দাস।