নয়াদিল্লি : বিহারের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রবিবার রাহুল অভিযোগ করেছেন, বিজেপি এবং নীতিশ কুমার মিলে বিহারকে ‘ভারতের অপরাধের রাজধানী’-তে পরিণত করেছে। পাটনায় ব্যবসায়ী গোপাল খেমকাকে খুনের প্রেক্ষিতে এই অভিযোগ করেছেন রাহুল।
সোশ্যাল মাধ্যম এক্স-এ রাহুল লিখেছেন, “পাটনায় ব্যবসায়ী গোপাল খেমকাকে প্রকাশ্যে গুলির ঘটনা আবারও প্রমাণ করেছে, বিজেপি এবং নীতিশ কুমার মিলে বিহারকে “ভারতের অপরাধের রাজধানী” করে তুলেছে। এখন বিহার লুট, গুলি এবং খুনের ছায়ায় বাস করছে। অপরাধ এখানে স্বাভাবিক হয়ে উঠেছে – এবং সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। বিহারের ভাই ও বোনেরা, এই অন্যায় আর সহ্য করা যাবে না।
যে সরকার তোমাদের সন্তানদের রক্ষা করতে পারে না তারা তোমাদের ভবিষ্যতেরও দায়িত্ব নিতে পারে না। প্রতিটি হত্যা, প্রতিটি লুট, প্রতিটি গুলি – পরিবর্তনের জন্য একটি আর্তনাদ। এখন একটি নতুন বিহারের সময় – যেখানে অগ্রগতি আছে, ভয় নয়। এবার ভোট কেবল সরকার পরিবর্তনের জন্য নয়, বিহারকে বাঁচানোর জন্য।”