বীরভূম : অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে বোলপুর থানার আইসি-কে ফোন করে কুরুচিকর মন্তব্য করার অভিযোগে ফের বীরভূমের পুলিশ সুপার আমনদীপ সিংকে তলব করল জাতীয় মহিলা কমিশন।
অনুব্রত-কাণ্ডে আগেই এসপি-কে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। কিন্তু কমিশন সন্তুষ্ট হয়নি জেলার পুলিশের দেওয়া ‘অ্যাকশন টেকেন’ রিপোর্টে। তবে আরও বিস্তারিত তথ্য জানতে চায় কমিশন। এই কারণে তলব। সূত্রের খবর, আগামী ২৩ জুলাই (বুধবার) সকাল সাড়ে ১০টায় দিল্লিতে কমিশনের সদর দফতরে সশরীরে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে।
তবে এসপি আমনদীপ সিং-এর পরিবর্তে অতিরিক্ত পুলিশ সুপার বা বোলপুরের এসডিপিও অথবা এই তদন্ত সম্পর্কে অবহিত কোনও আধিকারিকও হাজিরা দিতে পারেন।

