শেয়ার বাজারে বিরাট ধস

শেয়ার বাজারে বড়সড় ধস। লোকসভা ভোটের মুখে বিরাট ধস নামল শেয়ার বাজারে। বুধবার মধ্যাহ্নভোজের পর বাজার খুলতেই হু হু করে পড়তে থাকে সেনসেক্স এবং নিফটির সূচক। বাজারে এই বিরাট ধসের কারণ মূলত তেল, গ্যাস, ধাতুর মতো বিভিন্ন সেক্টরের সংস্থাগুলির শেয়ারে পতনের ফলে। যদিও গত কয়েক সপ্তাহ লাগাতার ঊর্ধ্বমুখী ছিল বাজার। সেখান থেকে আকস্মিক পতনে বড়সড় আর্থিক ক্ষতির সম্মুখীন হলেন বিনিয়োগকারীরা।

বম্বে স্টক এক্সচেঞ্জের সেনসেক্সের সূচক একধাক্কায় নেমে যায় ১১০৯ পয়েন্ট। কয়েক ঘণ্টার মধ্যে ৭৩ হাজার ৫৬৪ পয়েন্ট থেকে সূচক নেমে যায় ৭২ হাজার ৫৫৮ পয়েন্টে। নিফটিও ৪২২ পয়েন্ট নেমে দাঁড়ায় ২১ হাজার ৯১৩ পয়েন্টে।কয়েক ঘণ্টায় বাজার থেকে উবে যায় বিনিয়োগকারীদের প্রায় ১৪ লক্ষ কোটি টাকা।

এদিন দুপুরে বাজার খোলার আগে ভারতের বাজারে মোট বিনিয়োগের অঙ্কটা ছিল ৩৮৫.৬৪ লক্ষ কোটি টাকা। সেখান থেকে বাজার খোলার পর বিনিয়োগের অঙ্কটা নেমে দাঁড়ায় ৩৭১,৬৯ লক্ষ কোটি টাকা। এদিন প্রায় ২২৩টি সংস্থার শেয়ার ৫২ সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দরে নেমে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − sixteen =