বেঙ্গালুরু ক্যাফে বিস্ফোরণে অভিযুক্ত দুই চক্রী গ্রেপ্তার দিঘা থেকে, রাজ্য পুলিশকে কৃতিত্ব মমতার

বেঙ্গালুরু ক্যাফে বিস্ফোরণ কাণ্ডে দুই চক্রীকে শুক্রবার দিঘা থেকে গ্রেপ্তার করল এনআইএ। ধৃত দুজন আইসিসের সদস্য হতে পারে বলে মনে করা হচ্ছে। দুজনকেই ট্রানজিটে বেঙ্গালুরু নিয়ে যেতে চাইছেন তদন্তকারীরা।

সূত্রের খবর, ধৃতরা হল আবদুল মাথিন ত্বহা এবং মুসাভির হুসেন শাহজেব। দুজনেই পরিচয় গোপন করে পূর্ব মেদিনীপুরের কাঁথি এলাকায় আশ্রয় নিয়েছিলেন বলে খবর। বদলে ফেলেছিল ভোলও। রীতিমতো ছদ্মবেশে মাথিন ও হুসেন আত্মগোপন করে থাকছিল। এদিন সকালে গোপন অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে এনআইএ।

বাংলাকে জঙ্গিদের ‘স্বর্গরাজ্য’ বলে দাবি করেছে বিজেপি। বার বার তারা অভিযোগ করেছে, রাজ্য পুলিশ সহযোগিতা করে না। কেন্দ্রীয় তদন্তকারীদের তদন্তে বাধা দেয়। এদিন প্রচার সভা থেকে গেরুয়া শিবিরকে পালটা দিলেন তৃণমূল নেত্রী। মমতার কথায়, ‘বেঙ্গালুরুতে একটা বোমা ফেটেছে। অভিযুক্তরা এখানকারও নয়। মাত্র ২ ঘণ্টার জন্য বাংলায় ছিল। দুঘণ্টার মধ্যে ধরে দিয়েছি। আমাদের রাজ্য পুলিশ ধরে দিয়েছে।’

এনআইএ-র গ্রেপ্তারি প্রসঙ্গে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য এক্স হ্যান্ডেলে লেখেন, ‘রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণের দুই সন্দেহভাজনকে কলকাতা থেকে আটক করেছে এনআইএ। তারা হয়তো কর্নাটকে শিবমোগাই আইসিস সেলের অংশও। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বাংলা জঙ্গিদের নিরাপদ স্বর্গে পরিণত হয়েছে। এটা দুর্ভাগ্যজনক।’ তাঁকে খোঁচা দিয়ে মমতা বলেন, ওঁদের একটা ছেলে আছে, আমরা বলি ফোড়ণ। বলছে বাংলা নাকি নিরাপদ নয়? ওদের দিল্লি, উত্তরপ্রদেশ, গুজরাত, রাজস্থান নিরাপদ? বাংলার মানুষ শান্তিতে থাকুক, বিজেপির সহ্য হয় না।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − five =