কলকাতা : রাজ্যের সমস্ত সিনেমা হল ও মাল্টিপ্লেক্সগুলিতে বাংলা ছবির দৈনন্দিন প্রদর্শনী বাধ্যতামূলক করল রাজ্য সরকার। এ রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের জারি করা এক বিজ্ঞপ্তিতে সবিস্তারেই তা জানানো হয়েছে। বুধবার দুপুরে নন্দন হলে এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রী অরূপ বিশ্বাস এ নিয়েই বিস্তারিত জানিয়েছেন। ওয়েস্ট বেঙ্গল ফিল্ম অ্যাকাডেমির চেয়ারম্যান পদেও রয়েছেন তিনি। এদিন এই প্রসঙ্গে সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রধান সচিব শান্তনু বসু’ র সই করা নির্দেশিকাতে বলা রয়েছে, যে – বাংলা সিনেমার পুনরুজ্জীবনে এই সিদ্ধান্ত চূড়ান্তভাবেই গৃহীত হয়েছে। উল্লেখ্য, রাজ্যের সমস্ত সিনেমা হলে এবং মাল্টিপ্লেক্সের প্রতিটি স্ক্রিনে বছরের ৩৬৫ দিনেই অন্তত একটি প্রাইম – টাইম শো’তে বাংলা ছবি দেখাতেই হবে এবং তা এখন থেকেই বাধ্যতামূলক করা হল। আরো স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, প্রাইম টাইম হিসেবে সরকারি তরফেও ধার্য্য করা হয়েছে সময়। প্রত্যহ বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সময়কে নির্ধারণ করা হয়েছে প্রাইম – টাইম।

