জিএসটি সংগ্রহ বৃদ্ধিতে জাতীয় হারকে টেক্কা বঙ্গের, খুশি মুখ্যমন্ত্রী মমতা

কলকাতা : জিএসটি সংগ্রহ বৃদ্ধির নিরিখে উল্লেখযোগ্য সাফল্য পেল পশ্চিমবঙ্গ। এক্ষেত্রে জাতীয় হারকে অনেকটা পিছনে ফেলে দিয়েছে রাজ্য। রবিবার সমাজমাধ্যম এক্স-এ এই সাফল্যের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে সকলকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ২০২৩-২৪ আর্থিক বছরের তুলনায় ২০২৪-২৫ আর্থিক বছরে রাজ্যের জিএসটি সংগ্রহ ৪ হাজার ৮০৮ কোটি টাকা বেড়েছে। বৃদ্ধির হার ১১.৪৩ শতাংশ। যা জাতীয় হারের তুলনায় ২ শতাংশ বেশি। ২০২৪-২৫ আর্থিক বছরে জাতীয় স্তরে জিএসটি সংগ্রহ বৃদ্ধির হার ছিল বার্ষিক ৯.৪৪ শতাংশ। এই পরিসংখ্যান থেকে ‘রাজ্যের অভ্যন্তরীণ আর্থিক অবস্থার ক্রমশ আরও মজবুত হওয়ার চিত্র ফুটে উঠছে’ বলে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী।

শুধু জিএসটি সংগ্রহ নয়, আবাসন ক্ষেত্রেও মিলেছে সাফল্য। জমির রেজিস্ট্রেশনে থেকে স্ট্যাম্প ডিউটি— গত আর্থিক বছরে উভয়ই বেড়েছে লক্ষ্যনীয়ভাবে। এদিন সেই পরিসংখ্যানও তুলে ধরেছেন মমতা। সাফল্যের এই দুই পরিসংখ্যানকে হাতিয়ার করে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘এই সমস্ত কিছুই প্রমাণ করে যে আমরা স্বনির্ভরতা এবং আর্থিক শৃঙ্খলায় বিশ্বাস করি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × three =