কলকাতা : “লড়তে হলে একতার জন্য লড়াই করুন। একতার জন্য হাঁটুন। জিয়ো অর জিনে দো। বাংলার সম্প্রীতিই বাংলার অহঙ্কার।”
সম্প্রতি বাংলাদেশে তৈরি হওয়া অশান্তির পরিবেশের প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মহাবীর জয়ন্তীর অনুষ্ঠান থেকে সকলকে সতর্ক করে দেন। তিনি বলেন, “কেউ কেউ রাজনৈতিক প্ররোচনা দেয়।”
তিনি বলেন, “বাংলাদেশে অশান্তির প্রভাব পড়েছিল সীমান্তেও। মনে রাখবেন, একতা রক্ষা করাই আমাদের দায়িত্ব। যারা সবাইকে ভালবাসে, তাকে সবাই ভালবাসে।” সরাসরি কোনও রাজনৈতিক দলের নামোল্লেখ না করলেও মুখ্যমন্ত্রী এদিন বলেন, “অনেকে বলছেন বাংলায় হিন্দুরা নাকি অবহেলিত। এটা ঠিক নয়।”
এরপরই মমতা বলেন, “অনেকে প্রশ্ন তুলছেন, আমি কেন সর্বধর্মর অনুষ্ঠানে যাই? আমি যাবই সব জায়গায়। আমাকে গুলি করলেও আমি একতার পক্ষে। এটাই আমাদের একতা। যে যাই বলুক আমি যাব।”
মমতা এও বলেন, “ভরসা রাখুন। আমি আপনাদের বিরোধী নই। আমি আপনাদের পাশে আছি। আপনারা এগিয়ে চলুন। আমি আগেও ছিলাম, আগামীতেও আপনাদের পাশে থাকব।”