শেষ দফার নির্বাচনের আগে বারাণসী থেকে পরিবারবাদ নিয়ে জোর আক্রমণ মোদির

সোমবার উত্তরপ্রদেশ বিধানসভা (Uttar Pradesh) নির্বাচনের শেষ দফা অনুষ্ঠিত হতে চলেছে। তার আগে শনিবার ছিল শেষ প্রচার। আর এই প্রচারেই ফের একবার বিরোধীদের তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra ModI)। এদিন বারাণসী (Varanasi) গ্রামীণের নির্বাচনী জনসভা থেকে বিরোধীদের আক্রমণ শানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ‘অন্ধের মতো বিরোধিতা, ক্রমাগত বিরোধিতা, তীব্র হতাশা ও নেতিবাচকতা তাঁদের রাজনৈতিক আদর্শে পরিণত হয়েছে। বিগত ২ বছর ধরে ৮০ কোটিরও বেশি দরিদ্র, দলিত, অনগ্রসর, আদিবাসীদের বিনামূল্যে রেশন উপলব্ধ করা হচ্ছে। সমগ্র বিশ্ব তাতে বিস্মিত। তবে আমি খুশি কারণ গরিবরা তো খুশি।’ মহিলাদের শৌচাগার কতটা গুরুত্বপূর্ণ তা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন, ‘বাড়িতে শৌচাগার না থাকার কারণে একজন দরিদ্র মায়ের কতটা কষ্ট হয়, প্রাসাদে যাঁরা থাকে তাঁরা কী করে জানবে।’

প্রধানমন্ত্রী (Prime Minister) এদিনের নির্বাচনী জনসভায় পরিবারবাদ (Dynasty) নিয়েও ফের একবার সরব হতে শোনা যায়।তিনি বলেন, ‘দেশ যখন কোনও চ্যালেঞ্জের সম্মুখীন হয়, তখন এই পরিবারবাদীরা নিজেদের রাজনৈতিক স্বার্থের সন্ধান করে। ভারতের সুরক্ষা বাহিনী এবং জনগণ যদি কোনও সঙ্কটের সঙ্গে লড়াই করে, তখন সেই পরিস্থিতিকে আরও জটিল করার জন্য সবকিছু করে তাঁরা। আমরা মহামারি চলাকালীন এবং বর্তমানে ইউক্রেন সংকটের সময় তা দেখতেই পারছি।’ এদিন জনসভার শুরুতেই প্রধানমন্ত্রী বলেছেন, ‘পরিবারবাদীরা মোটেও চায় না উত্তরপ্রদেশ, বিজেপি উত্তরপ্রদেশে ফের সরকার গঠন করবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − 8 =