গাজায় ফের শুরু রক্তক্ষয়ী সংঘর্ষ। শুক্রবার সকালে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই গাজায় ফের রকেট ছোড়ার অভিযোগ উঠেছে হামাসের। পালটা গাজায় লাগাতার শেল বর্ষণ শুরু করেছে ইজরায়েলও। শুক্রবার স্থানীয় সময় সকাল সাতটার সময়ে শেষ হয়েছে যুদ্ধবিরতি।
ইজরায়েলের অভিযোগ, সংঘর্ষবিরতি শেষ হওয়ার আগেই গাজা থেকে রকেট হামলা চালানো হয়েছে। পালটা হামাসের দাবি, যুদ্ধবিরতির মেয়াদ শেষের আগেই উত্তর গাজায় শেল বর্ষণ করেছে ইজরায়েল। অভিযোগ-পালটা অভিযোগের মধ্যেই গাজায় লাগাতার যুদ্ধ চালিয়ে যাচ্ছে দুপক্ষ। ইজরায়েলি সেনার তরফে এক্স হ্যান্ডেলে ঘোষণা করা হয়, হামাসের আবারও যুদ্ধ শুরু করছে তারা। ইজরায়েলি সেনা জানিয়েছে, ওই ঘটনায় তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আট জন।
পূর্ব জেরুসালেমের প্যালেস্তাইনি বসতি এলাকা থেকেই ওই জঙ্গিরা হামলা চালাতে এসেছিল বলে তেল আভিভের দাবি। প্রাথমিক ভাবে ইজরায়েলি পুলিশ মনে করছে সশস্ত্র প্যালেস্তাইনি গোষ্ঠী হামাসের গেরিলারাই হামলা চালিয়েছে। তবে ওয়েস্ট ব্যাঙ্ক এবং সংলগ্ন পূর্ব জেরুসালেমে আর এক প্যালেস্তাইনি সশস্ত্র গোষ্ঠী ‘প্যালেস্তিনিয়ান ইসলামিক জিহাদ’ (পিআইজে)-এর শীর্ষনেতা জিয়াদ আল-নাখালার যোদ্ধাবাহিনীও সক্রিয়।
উল্লেখ্য, বৃহস্পতিবারই সংঘর্ষবিরতির সময় বাড়ানোর কথা বলেছিল ইজরায়েল। তবে নির্দিষ্ট মেয়াদের কথা উল্লেখ করা হয়নি। সেই ঘোষণার মাত্র একদিন পরেই আবার শুরু হল যুদ্ধ।