বেবো ইন সব্যসাচী শাড়ি, তোলপাড় নেটপাড়া

প্রিন্টস ডিজাইনার সব্যসাচীর ইউএসপি, আর সেই প্রিন্ট আরও ফ্যাশনেবল হয়ে ওঠে যখন বেবো থুড়ি করিনা কাপুর (Kareena Kapoor) সেই প্রিন্ট পরেন। সম্প্রতি, দেখা গেল বেবোকে সব্যসাচীর নতুন ক্রিয়েশন লেপার্ড প্রিন্ট শাড়ি পরে ফটোশুট করতে। স্টাইল করেছেন রিয়া কাপুর। সঙ্গে ডিপকাট ব্লাউজ লুককে আরও এক ধাপ এগিয়ে দিল বলেই মনে হবে।
স্টাইলিংয়ের ব্যাপারে রিয়ার জুড়ি মেলা ভার। মেকআপ করেছেন তানভি।

বেবোর এই লুক নেটপাড়ায় রীতিমতো হইচই ফেলে দিয়েছে। বেবোর ট্র্যাডিশনাল লুকের সঙ্গে মডার্ন টাচ নেটিজেনদের পছ¨ও হচেছ। তবে, একটা বলতেই হয়, ফ্যাশনের কথা উঠলেই বলতেই হবে সব্যসাচীর এই ডিজাইনে বেবো ছাড়া কাউকে ভাবা যায় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − four =