শাস্ত্রীর সঙ্গে রাহুল দ্রাবিড়ের তুলনায় যেতে নারাজ মহারাজ

ভারতের সফলতম কোচ কে? এই প্রশ্নের উত্তর খুঁজলে স্বাভাবিক ভাবেই এসে যাবে রবি শাস্ত্রীর নাম। আইসিসির টুর্নামেন্টে ভারতকে চ্যাম্পিয়ন করতে না পারলেও লাল বলের ক্রিকেটে ভারতীয় টিম অত্যন্ত সফল ছিলেন। সাত বছরে দুটো পর্বে ভারতের কোচ হিসেবে প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও তুলেছিলেন বিরাট কোহলির টিমকে। তিনি এবং বিরাট মিলে টেস্ট ক্রিকেটে একটা উদাহরণ তৈরি করেছিলেন। তবু প্রাক্তন কোচ রবি শাস্ত্রীর সঙ্গে এখনকার কোচ রাহুল দ্রাবিড়ের তুলনা করতে নারাজ ভারতের এক সফল ক্যাপ্টেন। তাঁর স্পষ্ট যুক্তি, দু’রকম ভাবনা, দু’রকম দর্শনের মানুষকে কখনওই মেলানো যেতে পারে না। যিনি এমন যুক্তি তুলে ধরছেন, তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়। দ্রাবিড়কে কোচ করার পিছনে যাঁর অবদান ছিল। ভারতকে আবার সাফল্যে ফেরাবেন দ্রাবিড়, এমনই বিশ্বাস তাঁর।

ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট বলছেন, ‘দু’জনই আলাদা মানুষ। দু’জনেরই ব্যক্তিত্ব আলাদা। একজন সব সময় নিজেকে মেলে ধরার চেষ্টা করে। ওটাই ওর স্ট্রেন্থ। আর একজন ভারতীয় ক্রিকেটের অন্যতম কিংবদন্তি হওয়া সত্ত্বেও নীরবে নিজের কাজটা করেন। এই দু’রকম মানুষ কিন্তু একই পথে সফল হতে পারে না।’

ভারতীয় টিমের কোচ হিসেবে দ্রাবিড় যথেষ্ট সফল হবেন, এমনই বিশ্বাস সৌরভের। বলছেনও, ‘দ্রাবিড় নিজের ক্ষমতা, সূক্ষ্মতা এবং পেশাদারিত্ব সেই খেলার সময় থেকেই তুলে ধরেছে। শুধু একটাই তফাত এখন ওর মধ্যে, ভারতের হয়ে তিন নম্বরে এখন আর ব্যাট করতে যায় না। বিশ্বের সেরা বোলারদের বিরুদ্ধে দীর্ঘ সময় ধরে ও কিন্তু দুরন্ত সাফল্য পেয়েছে। যে প্রতিভা, সততা ওর আছে, আমার বিশ্বাস ভারতের কোচ হিসেবে ও দারুণ সফল হবে।’

দ্রাবিড়কে কোচ করার পিছনে সৌরভের অনেক অবদান। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির চিফ হিসেবেই খুশি ছিলেন দ্রাবিড়। কিন্তু সৌরভ তাঁকে রোহিত শর্মাদের কোচ হওয়ার জন্য রাজি করিয়েছিলেন। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর রবি শাস্ত্রীর বদলে ভারতীয় কোচের দায়িত্ব নিয়েছেন। সেই দ্রাবিড়কে নিয়ে সৌরভ বলছেন, ‘মানুষ মাত্রই ভুল করে। আমি নিশ্চিত ওরও ভুলত্রুটি হবে। কিন্তু কেউ যদি দীর্ঘ সময় ধরে সঠিক কাজটা করার চেষ্টা করে, তা হলে সে অন্যদের থেকে বেশি সাফল্য পায়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + one =