বারুইপুর : আর জি কান্ডের জেরে রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে জরুরি পরিষেবা বন্ধের ডাক দিয়েছেন চিকিৎসকরা। সোমবার সপ্তাহের প্রথম দিনে জরুরি পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন রোগী ও তাঁদের পরিবারের সদস্যরা। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর মহকুমা হাসপাতাল অন্যতম গুরুত্বপূর্ণ হাসপাতাল।
সেই হাসপাতালেও সকাল থেকে জরুরি বিভাগে রোগীদের ভিড় লেগে থাকলেও কোনও চিকিৎসকই নেই সেখানে। ফলে ঘণ্টার পর ঘণ্টা রোগীরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকলেও চিকিৎসকের পরামর্শ পাননি। মেলেনি কোনও চিকিৎসা পরিষেবাও। বেলা যত বাড়ছে ততই ভিড় বাড়ছে হাসপাতালে।
আদৌ কোনও চিকিৎসা তাঁরা পাবেন কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ প্রকাশ করছেন রোগীরা।